বিনোদন ডেস্ক:শ্রীদেবীর অপেক্ষায় গোটা ভারতবাসী। কখন এসে পৌঁছবে শ্রীদেবীর দেহ, তারই অপেক্ষায় বসে পরিবার, আত্মীয় পরিজনেরা। অপেক্ষায় বলিউডে তাঁর নানা বয়সের সহকর্মীরা। অপেক্ষায় আছেন অনুরাগীরাও। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মুম্বইয়ের লোখাণ্ডওয়ালায় তাঁদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, শ্রীদেবীর বাড়ি এবং আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দুবাইতে শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। সব কিছু মিটলে, প্রাইভেট জেটে দেহ ফেরানো হবে মুম্বাইতে। রবিবার রাতের মধ্যেই দেহ নিয়ে আসার চেষ্টা চলছে। তবে সেটা কখন? সমস্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে কখন দুবাই ছাড়ার অনুমতি মিলবে তা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না কেউই। সোমবার শেষকৃত্য হওয়ার কথা শ্রীদেবীর।
শনিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে হঠাত্ই মারা যান শ্রীদেবী। বুকে ব্যথা। আর তাতেই কিছুক্ষণের মধ্যে সব শেষ।
সব খবর/ঢাকা/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮/সোহেল