মানিকগঞ্জে পরিবহন ধর্মঘট প্রতিহতের ঘোষনা

স্টাফ রিপোর্টার : চাঁদাবাজি বন্ধসহ ৫দফা দাবিতে গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক-ঐক্য-পরিষদের বুধবার ভোর থেকে ৪৮ ঘন্টার ডাকা পরিবহন ধর্মঘট প্রতিহতের ঘোষনা দিয়েছে মানিকগঞ্জ জেলা পরিবহন শ্রমকি ইউনিয়ন ও মানিকগঞ্জ বাস, মিনিবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপ।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা বাস টার্মিনালে এক সমাবেশ থেকে এই প্রতিহতের ঘোষনা দেয়া হয়। পরে দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে একই ঘোষনা দেয় মানিকগঞ্জ জেলা পরিবহন শমিক ইউনিয়ন।

মানিকগঞ্জ বাস, মিনিবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহ সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা স্বেচ্ছা সেবক লিগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারি, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক আঃ জলিলসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকরা।

বক্তারা বলেন ধর্মঘট ডাকা গাবতলী (ঢাকা) বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ নামের কোন সংগঠন নেই। এই অবৈধ সংগঠনের ডাকা ধর্মঘট কেও মানবেনা। তারা বলেন মানিকগঞ্জ থেকে বিতারিত বাবুল সরকার টাকা পয়সা খরচ করে কয়েকজন পরিবহন নেতাকে দিয়ে এই ধর্মঘটের ডাকা দিয়েছে।

প্রসঙ্গত মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপ নামের দুটি সংগঠনের মধ্যে টার্মিনাল দখল নিয়ে গত কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। দুই পক্ষই নিজেদের বৈধ কমিটি বলে দাবি করছে। এর একটি নেতৃত্বে আছে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার। অপর দিকে রয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুর ইসলাম জাহিদ। গত ১৩ অক্টোবরের আগ পর্যন্ত টার্মিনাল নিয়ন্ত্রন করতেন কাজি টিপুর নেতৃত্বের গ্রুপটি। ওই দিন জাহিদুল ইসলামের গ্রুপ টার্মিনাল দখল করে নেয়।

গত ১০ মার্চ গাবতলী (ঢাকা) বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ৫ দফা দাবিতে মানিকগঞ্জ-ঢাকা রুটে ২৮ মার্চ সকাল থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাকা দেয়। দাবি গুলি হচ্ছে মানিকগঞ্জ জেলা বাস,মিনিবাস, মাইক্রোবাস,আটোট্যাম্পু ওনার্স গ্রুপের বৈধ কমিটির ( লাইসেন্স নং ২৩/২০১১, টিও নং ৭৭৮/১১) কাছে টার্মিনালের দায়িত্ব বুঝিয়ে দেয়া, মলিক শ্রমিক নেতৃবৃদ্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, চাঁদাবাজি বন্ধ, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং কোম্পানীর নামে রুট পারমিট দেয়া বন্ধ করা।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ মার্চ ২০১৮/ লিটন