স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি ও রত্নাদিয়া গ্রামে উঠান বৈঠক করেছেন সংসদ সদস্য মমতাজ বেগম।
রবিবার বিকেলে হাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য মমতাজ বেগম ছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ইঞ্জিঃ সালাম চৌধুরী, হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুর বাশার সবুজ, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-সম্পাদক মোঃ রাসেল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মমতাজ বেগম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। সরকারের চলমান উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রীজ- কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর কাজ চলছে।
পরে তিনি হাটিপাড়া গ্রামের তারাব আলী বয়াতির বাড়ির উরশ উপলক্ষ্যে অনুষ্ঠিত পালা গানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নিজেও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ মার্চ ২০১৮/ লিটন