স্টাফ রিপোর্টার : শাম মীম জোপা বৃষ্টি দ্বিতীয় বারের মতো ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর মানিকগঞ্জ জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট মেম্বার পদে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার মানিকগঞ্জ শিশু একাডেমী কার্যালয়ে এই শিশু সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এই পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। মোট ৮৯ ভোটের মধ্যে বৃষ্টি ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এর আগে সে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের মেয়ে বৃষ্টি এবার মানিকগঞ্জ এসকে সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মার্চ ২০১৮/ লিটন