প্রযুক্তি ডেস্ক: মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মোবাইল অ্যাপ্লিকেশন হাতের মুঠোয়। যা পাওয়া যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ।
ফলে বিকাশ ব্যবহার করতে আগের মতো আর ইউএসএসডি কোড টাইপ করতে হবে না।
সহজে কয়েক ক্লিকের মাধ্যমে অ্যাপ থেকেই লেনদেন করা যাবে।
চমৎকার ইউজার ইন্টারফেইসের অ্যাপটি বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।
অ্যাপে প্রবেশ করে হোম পেইজ পাওয়া যাবে বিকাশ ব্যলেন্সের যাবতীয় তথ্য। অ্যাপটি থেকে সেন্ড মানি, বাই এয়ারটাইম, ক্যাশ আউট, পেমেন্ট, রিকোয়েস্ট মানি ইত্যাদি সুবিধাও পাওয়া যাবে।
কোনো নোটিফিকেশন আসলে তা অ্যাপের উপরে থাকা ম্যাসেজ আইকনে মিলবে। অ্যাপটির স্টেটমেন্ট বিভাগ থেকে সব লেনদেনের তথ্য পাওয়া যাবে।
সব খবর/ ঢাকা/ ২৬ এপ্রিল ২০১৮/ আসাদ