মোবাইল কভার ব্যবহারের ক্ষতিকর দিক

প্রযুক্তি ডেস্ক: ফোনকে প্রটেক্ট করার জন্য আমরা কমবেশি সবাই  মোবাইল  কভার ব্যবহার করে থাকি। কখনো কি ভেবে দেখেছি এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা ?

এটা ব্যবহারের যেসব ক্ষতিকর দিক রয়েছে তা হলো:

(১) তাপমাত্রা : ব্যাক কভার ব্যবহার করার ফলে ফোনের তাপমাত্রার অনেকাংশই বাইরে বের হতে পারে না। ফলে ফোন অতিরিক্ত  গরম হতে পারে। যেটা ফোনের প্রসেসর ও ব্যাটারি  উভয়ের জন্যই ক্ষতিকর। তাই দরকার না হলে ব্যাক কভার ব্যবহার করার প্রয়োজন নেই।

(২) সেন্সরের কার্যকারিতা হ্রাস : ফ্লিপ কভার ব্যবহার করার ফলে বিভিন্ন ম্যাগনেটিক সেন্সরের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়। Android Authority এর বিভিন্ন থ্রেডে এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ফ্লিপ কভারে থাকা ম্যাগনেট নেটওয়ার্ক কানেক্টিভিটিতে বাধা প্রদান করতে পারে। যেটা কল ড্রপের অন্যতম কারণ।

(৩) স্ক্র্যাচ : হার্ড কেস ইউজ করার কারণে ফোনের কালার উঠে যেতে পারে। যেটা ম্যাট ব্ল্যাক কালারের স্মার্টফোন গুলোতে বেশি দেখা যায়। প্রয়োজনে কার্বন ফাইবার স্টিকার লাগিয়ে নিন।

(৪) ধুলাবালি : রাবারের কভার ইউজ করলে তা ধুলাবালি আকর্ষণ করে যেটা আপনার ফোনের জন্য ভালো নয়।

সব খবর / ঢাকা / ২৫ এপ্রিল ২০১৮ / আসাদ