বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত

বাসের ছাদ থেকে পড়ে একজন নিহতআশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বাসের ছাদ থেকে পড়ে আজমল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

সোমবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মশ্মশান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই ব্যক্তি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের মৃত ইয়াসিল আলীর ছেলে।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রাহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মশ্মশান এলাকায় পৌছলে বাসটি রাস্তার পাশের গাছের সাথে সজোড়ে ধাক্কা খায়। এতে বাসের ছাদে থাকা আজমল ও অন্য দুই যাত্রী পড়ে যায়। ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই আজমলের মৃত্যু হয়।

আহত দুই জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সব খবর/ টাঙ্গাইল/ ১১ জুন ২০১৮/ লিটন