ফেসবুকে BFF, এটি ভুয়া

প্রযুক্তি ডেস্ক : আপনার ফেসবুক আইডি কি নিরাপদ? তাহলে মন্তব্যে লিখুন বিএফএফ। যদি আপনার লেখাটি সবুজ হয়, তাহলে মনে করবেন আপনার ফেসবুক আইডি নিরাপদ। যদি সবুজ না হয়, তাহলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোষ্ট মার্ক জাকারবার্গের ছবি দিয়ে প্রচার করা হচ্ছে। অনেক ফেসবুক ব্যবহারকারীরা না বুঝেই এই পোস্ট শেয়ার করছেন।

ভুয়া খবর ছড়ানো আর তথ্য বেহাত হওয়া নিয়ে বেশ বিপদেই আছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত গোপন তথ্যগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মে ‘বিএফএফ’ নামের এক ভুয়া খবর ছড়াতে দেখা গেছে। ফেসবুক ব্যবহারকারীদের বোকা বানাতে ‘বিএফএফ’ প্রতারণার আশ্রয় নিচ্ছেন দুর্বৃত্তরা। ভুয়া পোস্ট দিয়ে কমেন্টে বিএফএফ লিখতে বলা হচ্ছে। বিএফএফ লিখলে সে লেখাটি রঙিন হচ্ছে।

তবে এই পোস্টের ব্যাপারে ফেসবুক এক বিবৃতি দিয়েছে। তারা বলছে, এটা ভুয়া পোস্ট। মন্তব্যের ক্ষেত্রে বিএফএফ লিখে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ করার দাবি বিষয়ক একটি মিম ফেসবুকে ছড়িয়েছে। এটা সত্য নয়। বিএফএফ লিখলে টেক্সট ইফেক্ট অ্যানিমেশন দেখতে পাবেন যাতে দুটি হাত একসঙ্গে আসছে এমন দেখাবে।

ফেসবুকের কোনো পোস্ট বা মন্তব্যে টাইপ করলে একেক শব্দের জন্য একেক ধরনের ‘রং’ ও ‘অ্যানিমেশন’ দেখানো হয়। ইংরেজিতে ‘BFF’ ছাড়াও congratulations বা Congrats কিংবা বাংলায় ‘অভিনন্দন’ , ‘শুভ কামনা’ মন্তব্যে লেখাটি রঙিন হতে দেখা যায় এবং তাতে ক্লিক করলে প্রদর্শিত হয় বেলুন।

সব খবর/ প্রযুক্তি/ ২৫ মার্চ ২০১৮/ লিটন