শিবালয়ে ক্রিকেট লীগ

জাহাঙ্গীর ভুইয়া, শিবালয় : আইপিএল,বিপিএল,ডিপিএল এর মত ক্রিকেট খেলার আয়োজন এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। ক্রিকেটকে গ্রাম পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে এগিয়ে আসছে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এমন ক্রিকেট টুর্নামেন্টের আসর বসেছিলো মানিকগঞ্জের শিবালয় উপজেলার প্রত্যান্ত গ্রাম ইন্তাজগঞ্জে।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘হোয়াইট হ্যান্ডস’ নামের স্থানীয় এক সামাজিক সংগঠনের উদ্যোগে এ ক্রিকেট প্রিমিয়ারলীগের আয়োজন করা হয়।

এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমীর হোসেন বিল্টুর আর্থিক সহয়তায় এবং স্থানীয় ক্রিকেটপ্রেমী চার যুবকের গঠিত চারটি দলের অংশগ্রহনে ৬ষ্ঠ তম এ ক্রিকেটলীগ-২০১৮ অনুষ্ঠিত হয়। শুক্রবার ছিল এ ক্রিকেটলীগের চুড়ান্ত খেলার দিন।চুড়ান্ত রায়ান এক্সপ্রেস বনাম এভারগ্রীন এলিভেন নামের দুইটি দল অংশ নেয়। গত ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ লীগে অংশ গ্রহনকারী অপর দুইটি দল হল এন্টারটেইনমেন্ট ক্রিকেট এলিভেন ও সাইফুল এক্সপ্রেস। স্থানীয় ঢাকাইজোড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় রায়ান এক্সপ্রেসকে ৪২ রানে পরাজিত করে এভারগ্রীন এলিভেন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের মারুফ এবং একই দলের সুমন ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মানিকগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি ব্যাংকের এসপিও আঃ জব্বার ভুঁইয়া, সমাজসেবক মোশারফ হোসেন, লোকমান কাজী,আবুল কালাম আজাদ,সাংবাদিক জাহাঙ্গীর আলম ভুইয়া,শিক্ষক নুরুল ইসালাম। খেলা পরিচালনায় ছিলেন ইমন হোসেন,আবু দাউদ,আতিকুর রহমান প্রমুখ।

পুরষ্কার বিতরণী ‘অনুষ্ঠানে হোয়াইট হ্যান্ডস’ এর সভাপতি মোহাম্মদ আমীর হোসেন বিল্টু সভাপতিত্ব করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মার্চ ২০১৮/ লিটন