নৌকাকে আবারো বিজয়ী করুন-দুর্জয়
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাদত আলী মেমোরিয়াল ক্লাব আয়োজিত স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কালে উপস্থিত নেতাকর্মী ও সাধারন ভোটারদের প্রতি তিনি এ আহবান জানান।
ক্লাবের সভাপতি মো:ইকবাল হোসেনএর সভাপতিত্বে বিসিবি’র এই পরিচালক বলেন,বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সফল ভূমিকা রাখায় জাতিসংঘ আজ বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।এ সফলতা জননেত্রী শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার,দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুনীল কুমার কর্মকার, জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ভজন কুমার সরকার,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,কেন্দ্রীয় কৃষকলীগের সসহ-সভাপতি রেজাউল করিম উজ্জল,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহাবুবুর রহমান জনি,উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস, দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো,উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির,ঘিওর উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী,দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ব বরেণ্য সাবেক এই ক্রিকেটার আরো বলেন, একটি স্বাধীনতা বিরোধী শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে প্রতিহত করতে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
পরে রাতে দৌলতপুর প্রোমদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বাজার বণিক সমিতি আয়োজিত ২দিন ব্যাপী অনুষ্ঠিতব্য নাট্যানুষ্টানের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২১ মার্চ ২০১৮/ লিটন