
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার খেলা ধুলার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে মিনি স্টেডিয়াম নির্মান করা হচ্ছে। স্বাস্থ্যে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, তেমনি খেলাধুলাও এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ একদিন ক্রিকেটের মতো ফুটবল বিশ্বকাপ খেলবে।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ গড়পাড়ায় কর্নেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনার্মন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র কর্নেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনার্মন্টের আয়োজন করেন। খেলায় মোট ৮টি দল অংশ নেন। রোববার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঘিওর উপজেলা তেরশ্রী একাডেমী ও ঢাকার গাবতলি ফুটবল একাদশ। ফাইনাল খেলায় ঘিওর উপজেলা তেরশ্রী একাডেমী ২-০ গোলে গাবতলি ফুটবল একাদশকে পরাজিত করেন।
টুনার্মন্টের আহবায়ক গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমূখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৪ জুন ২০১৮/ লিটন