চরফ্যাশনে ইএইচডি প্রকল্পের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর

মাইন উদ্দিন জমাদার: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড সহ আরো ৮ (আট) টি সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমুহের জন্য করোনা সংক্রমণ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন এর নিকট হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাজ্য সরকারের দাতাসংস্থা ইউকে এইড এর সহায়তায় পরিচালিত ইএইচডি কর্মসূচির অংশীদারি সংস্থাসমূহ হল- আই সাস, আর এইসব ষ্টোপ ,আইসি ডিডিআর,ব,সিবি এম, ডি আর আর এ ডিজিটাল হেলথ সলিউশন (ডি এইস এস) পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি) এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএম এস এস) প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( PHD) এর তত্ত্বাবধানে গতকাল রোববার সকাল ১১ টায় চরফ্যাশন উপজেলার হেলথ ইউনিয়ন সংস্থা ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্থাসমূহে পেশাদারদের জন্য ১০ প্রকার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও সংক্রামণ প্রতিরোধক হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক, ডাক্তার তারেক আহমেদ শাওন মেডিকেল অফিসার এমসিএইচ ইউনিয়ন, উপস্থিত ছিলেন ইজিয়ের হেলথ অর্ডিনেটর জাকির হোসেন এবং রেজাউল করিম ভূঁইয়া আর এইচস্টেপ এর ফিল্ড কো-অর্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম সহ বেসরকারি পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।