মাহমুদা শিকদার, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গী হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৯১কেজি গাঁজাসহ মো. বদরুজ্জামান বদী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে অভিযানিক দলটির নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় ৯১কেজি গাঁজা উদ্ধারসহ একজন আটক হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১১লাখ টাকা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, সহকারী কমিশনার রাসেল মিয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. রাসেল ইসলাম নূর।
সব খবর/ গাজীপুর/ ১৫ মে ২০১৮/ লিটন