ডেস্ক রিপোর্ট : রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলায় আগামী ১৫ জুলাই মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
মঙ্গলবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে ওঠে ফ্রান্স। বুধবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপে ফ্রান্স এর আগে দুইবার ফাইনাল খেললেও এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
এর আগে ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
সব খবর/ ১৩ জুলাই/ এএএল