স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা-মাচাইন সড়কের সরুপদীনগর বটতলা থেকে শাহজাহান মেম্বারের বাড়ি পর্যন্ত নির্মিত কোয়াটার কি.মি. মাটির রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার বিকেলে এ উপলক্ষ্যে বটতলা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
বাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুদ্দিন হাজারীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সালাম চৌধুরী, হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, বাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম হাজারী।
গ্রামীন অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যের বরাদ্দকৃত প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মান কাজ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ।
পরে মমতাজ বেগম ঝিটকার কলাহাটি জিন্দাশাহর মাজার পরিদর্শন করেন।
এর আগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তরের ৪ তলা বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১১ এপ্রিল ২০১৮/ লিটন