খেলাধুলা ডেস্ক : এবারের আইপিএলেই নিষিদ্ধ করা হয় ডেভিড ওয়ার্নারকে। আজ হায়দরাবাদের নতুন অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে।
হায়দরাবাদের প্রধান নির্বাহী কে শানমুগাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কেন উইলিয়ামসনকে ২০১৮ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে।’
২০১৫ আইপিএল থেকে হায়দরাবাদে খেলছেন উইলিয়ামসন। ১৫ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে করেছেন ৪১১ রান। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড অধিনায়ক, ‘আমি এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করছি। প্রতিভাবান সব খেলোয়াড়ের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
সব খবর / ঢাকা / ২৯মার্চ ২০১৮ / লিমন