সাটুরিয়ায় বিএনপির সভাপতিসহ ১৬ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার : নাশকতার মামলায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখনসহ ১৬ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রহমান ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো: ফরিদ হোসেনসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নাশকতার মামলা ছিল।

নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী হাইকোর্টে ২৬ মার্চ পর্যন্ত আগাম জামিনে ছিল। রবিবার মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তাদের জামিন চাওয়া হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার দেলুয়া ও সাটুরিয়া বাজারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষে গাছের গুড়ি ফেলে। পরে পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় ২৩ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মার্চ ২০১৮/ লিটন