স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৮ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় অন্তত ৮ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৩/৪ জনকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে, ওই দুর্ঘটনার বিস্তারিত তথ্য তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৪ জুন ২০১৮/ লিটন