যমুনা নদীর পাড়ে বর্ণিল ঘুড়ি উৎসব

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের আরিচা ঘাটের কাছে যমুনা নদীর তীরে পহেলা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শতদল সংঘ এই ঘুড়ি উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১  আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

এ ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে আরিচার যমুনার পাড়ে বসেছির নারী-পুরুষ ও শিশুসহ হাজারো মানুষের মিলন মেলা। এ যেন বাঙালির  ভিন্ন এক উৎসবের আমেজ। এই ঘুড়ি উৎসবে শত শত বিভিন্ন ধরনের ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এসব ঘুড়ির মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে— নৌকা ঘুড়ি, আমি সোফিয়ান ঘুড়ি, পরী ঘুড়ি, উড়োজাহাজ ঘুড়ি, কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল,  মানুষ ঘুড়ি, ময়ূরসহ বিভিন্ন ধরনের ঘুড়ির প্রতিযোগিতা হয়। উৎসব শুরুর আগে ১৬টি ক্যাটাগরির  মোট ২২৩টি ঘুড়ি রেজিস্ট্রেশন করা হয়।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট তিনটি করে বৈচিত্র্যময় এবং দর্শনীয় সেরা ৪৮টি ঘুড়ির জন্য রঙিন টেলিভিশনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে  প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মো. আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ঘুড়ি উৎসব বাঙালি সংস্কৃতির একটি ঐহিত্য। প্রতিবছর শতদল সংঘ যমুনা নদীর পাড়ে এই উৎসবের আয়োজন করে পহেলা বৈশাখকে একটি ভিন্ন মাত্রায় পৌছে দেয়।

তিনি আরো বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ হতে আজ আমরা উন্নয়নশীল মধ্যম মায়ের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছি। এ সফলতা সমুন্নত রাখতে এবং এদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করতে সকলের কাছে উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, শিবালয় শতদল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবছরের মতো এবারও সকালে শিবালয় তিন নম্বর  মডেল ইউনিয় পরিষদের হল রুমে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া বিগত আট বছর ধরে আরিচা ঘাটের যমুনা নদীর পাড়ে এ ঘুড়ি উৎসব ও মেলার আয়োজন করে আসছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ এপ্রিল ২০১৮/ লিটন