স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সমিতি আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক চ্যানের আই’য়ের যুগ্নবার্তা সম্পাদক কল্যান সাহা।
মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ঢাকা স্বাধিনতা সাংবাদিক ফোমের আহ্বায়ক বরুণ ভৌমিক নয়ন, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী তিন বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে ইত্তেফাক সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী বিপুল ভোটে দৈনিক সংবাদের মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালামকে পরাজিত করেন।
অন্যান্য পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মত শাহ্জাহান বিশ্বাস (নিউ এইজ এবং দৈনিক বর্তমান), সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী (আমাদের অর্থনীতি), মো: কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ন-সাধারণ সম্পাদক বিএম খোরশেদ (যমুনা টিভি), সহ-সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১ টিভি), রাম প্রসাদ সরকার দীপু (সংবাদ), সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ভিকু (ভোরের পাতা), কোষাধ্যক্ষ সাজিদুর রহমান রাসেল (এশিয়ান টিভি) ও দপ্তর সম্পাদক আকরাম হোসেন (বাংলা ভিশন) নির্বাচিত হন।
নির্বাচনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন নির্বাচন কমিশনা হিসেবে দায়িত্ব পালন করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ জানুয়ারি ২০১৮/ লিটন