স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় পানিতে ডুবে ইয়াসিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাটিগ্রাম বাজার এলাকার বাড়ির পাশের একটি ডোবা থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কাটিগ্রাম এলাকার রুবেল মাহমুদের ছেলে ইয়াসিন স্থানীয় নজরুল ইসলাম বিদ্যা সিঁড়ি কিন্ডার গার্টেনের নার্সারীর ছাত্র।
রুবেল মাহমুদের বন্ধু কৃষ্ণ চন্দ্র রাজবংশী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে গুরুতরভাবে আহত হয় ইয়াসিন। পরে পরিবারের সদস্যরা ইয়াসিনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুতফর রহমান জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। পরে পরীক্ষা নিরীক্ষা করে জরুরী বিভাগ থেকে ওই শিশুকে মৃত ঘোষনা করা হয়। পরে ওই শিশুর নাম ঠিকানা এন্ট্রি না করেই শিশুটির মরদেহ নিয়ে যায় তার স্বজনেরা।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুলাই ২০১৮/ এএএল