স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রির দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম আবু দারদার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত যুবকেরা হলো, মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক হোসেন (৩০) এবং একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আমিনুল ইসলাম মধু (২৮)।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের লঞ্চঘাট এলাকা থেকে আমিনুল ইসলাম ও দাশড়া এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গাঁজাসহ আটক করা হয়।
পৃথক অভিযানে আটক হওয়া ওই দুই মাদক বিক্রেতার নিকট থেকে এক কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম আবু দারদার।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মার্চ ২০১৮/ লিটন