মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : মোবাইল ফোনের ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্নের উত্তর প্রত্র থাকায় দিনাজপুরের বীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রবিবার উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে খানসামা উপজেলার মোজাম্মেল হোসাইনের ছেলে আরাফাত হোসাইন ও শহীদুল ইসলামের ছেলে সৈকত জামানকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত দুই পরীক্ষার্থী খানসামা উপজেলার খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব গোলাম মোস্তফা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা শুরু হওয়ার ৪০ মিনিট পূর্বে আরাফাত ও সৈকতের নিকট ফেসবুক ম্যাসেঞ্জারের প্রশ্ন পত্রের সেট ও উত্তর পত্র পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা এবং পুলিশের সহযোগিতায় ওই দুই ছাত্রের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পরীক্ষা শুরু হলে প্রশ্ন এবং উত্তর পত্রের সাথে মিল পাওয়া গেলে তাদেরকে বহিস্কার করা হয়।ভারপ্রাপ্ত ইউএনও বিরোদা রানী রায় ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সব খবর/ দিনাজপুর/ ১১ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন