ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুন্ডুতে বজ্রপাতে মৃত দুই ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
শনিবার রাতে মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মৃত ব্যক্তিদের বাড়ীতে অনুদানের টাকা পৌছে দেন।
জানা যায়, শনিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে মনোয়ার হোসেন ও মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে নির্মল কুমার শর্মা নামের দুই ব্যক্তি বজ্রপাতে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ তাদের বাড়িতে খোঁজ খবর নেন। এবং মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মৃত ব্যক্তিদের বাড়িতে পাঠিয়ে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
সব খবর/ ঝিনাইদহ/ ৬ মে ২০১৮/ লিটন