স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার ইংরেজী ১ম পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় মানিকগঞ্জে গ্রেফতার দুই কোচিং সেন্টারের শিক্ষককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-০৬ এর ম্যাজিষ্ট্রেট নাজনীন রেহেনা শুনানী শেষে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মমিনুল হক জানান, চলতি এসএসসি পরীক্ষার গত সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালিন সময় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ফ্রেন্ডস কোচিং সেন্টারের দুই শিক্ষক রুবেল ও শরিফুলকে আটক করা হয়। এর পর শিক্ষক রুবেলের হাতে থাকা ওয়াল্টন প্রিমিও এসসিক্স ও শরিফুলের হাতে থাকা হাওয়াই লুয়া-এল২১ মডেলের দুটি মুঠোফোন সেট ও দুটি টেস্ট পেপার বই জব্দ করা হয়। এর পর ওই মুঠোফোন দুটিতে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন পত্র পাওয়া যায়, যা অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে। এ ঘটনায় সোমবার বিকেলে কেন্দ্র সচিব আকরাম হোসেন বাদি হয়ে ওই দুইজন শিক্ষককে আসামি করে মামলা করেন। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, গ্রেফতারকৃত ওই দুই শিক্ষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, জনৈক রাজীব হোসেন নামের ঢাকার এক ব্যক্তির ফেসবুক থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র তারা সংগ্রহ করেছেন। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়। বুধবার দুপুরে বিচারক তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রকৃত কারা জড়িতসহ আনুসঙ্গিক সব বিষয়ে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।
সব খবর/ মানিকগঞ্জ/ সিংগাইর/ ৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন