পার্থ হাসান, পাবনা : পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৩২) নামে এক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার চরঘোষপুরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল চরঘোষপুর গ্রামের আজাহার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, চরঘোষপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ ও গোলাগুলিতে ১০ জন আহত হয়। আহতাবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশংকাজনক।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরঘোষপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান।
সব খবর/ পাবনা/ ১৮ মে ২০১৮/ লিটন