কামরুল হাসান খান : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘিওর-দৌলতপুর ও শিবালয় উপজেলার ২২টি ইউনিয়ন ও ১৯৮টি ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে ঈদ শুভেচ্ছা তুলে দিয়েছেন সংসদ সদস্য নাঈমুর রহমান।
সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে তাদের হাতে শাড়ী-লুঙ্গী,পাঞ্জাবীসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
তিনি নেতাকর্মীদের সকল প্রতিকূলতা মোকাবেলার মাধ্যমে দেশের কল্যানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় এমপি দুর্জয়ের মাতা জেলা মহিলা আ’লীগের সভানেত্রী নীনা রহমান, সহধর্মীনি ফারহানা রহমান হ্যাপী,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহবুবুর রহমান জনি,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৯ জুন ২০১৮/ লিটন