স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরে সোমবার বিকেলে মোটরসাইলের চাপায় এখলাস উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার বাড়ির উপজেলার মান্দাতার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদের উঠান বৈঠক ছিল মান্তারদাতা বাজারে। ওই উঠান বৈঠকে ছেলের মোটরসাইলে করে যান দৌলতপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। আব্দুল কাদেরের ছেলে হাবিবুর রহমান হাবু তার পিতাকে উঠান বৈঠকে নামিয়ে দিয়ে মোটরসাইলে নিয়ে আসার সময় মান্দাতার বাজারে বৃদ্ধ এখলাস উদ্দিনকে চাপাদেয়। গুরুত্বর আহত এখলাস উদ্দিনকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কর্মকার জানান, মোটরসাইলের চাপায় একজনের মৃত্যু হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মার্চ ২০১৮/ লিটন