স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর কলেজ মাঠে ১৫ জানুয়ারী থেকে মরহুম আজাহার আলী বয়াতির বাৎসরিক ওরশ কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে বিরোধ দেখা দেয়। আইন শৃংখলা অবনতির আশঙ্কায় মেলা স্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেছে আদালত।
মেলা পরিচালনা ও মাজার কমিটির সভাপতি মনির হোসেন ফারুক জানান, সরকারী ভাবে কোন অনুমতি ছাড়াই একটি পক্ষ দোকানের স্টল বরাদ্দ দিয়ে চাদা আদায় করছে। বাধ্য হয়ে মঙ্গলবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা আবেদন করা হয়। আদালত মেলার স্থানে ১৪৪ ধারা জারি করেছেন।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) রকিবুজ্জামান জানান, দুই গ্রুপ পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ১৪৪ ধারা জারি ও শান্তি শৃংখলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দৌলতপুর থানাকে নির্দেশ দিয়েছেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জানুয়ারি ২০১৮/ লিটন