দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই -দূর্জয়।
এসময় জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য ভজন কুমার সরকার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,মহাদেবপুর ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মো: মাহমুদুল আমিন ডিউক,আরুয়া চেয়ারম্যান আক্তারুজ্জান মাসুম,উলাইল চেয়ারম্যান আনিসুল হক,শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন,তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল আক্তার খাজা,শিমুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জহিরউদ্দিন মানিক,উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো,উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির,জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদএর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্টে সদা নিজেদের নিয়োজিত রেখেছে।এরা দেশ ও জাতির শত্রু।এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার পরামর্শ দেন। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এর আগে তিনি উপজেলার মহাদেবপুর ইউনিয়নের শাহিলী,দড়িকান্দি,ফলসাটিয়া-উলাই ল ইউনিয়নের দশচিড়া,রূপসা ও পরে -উথলী ইউনিয়নের ধূসর,বিলপাড়া, তেওতা ইউনিয়নের তেওতা আনোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন এবং রাতে উপজেলার বাগযান কাদরিয়া ওরস শরীফে ও তেওতায় এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন