ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। আজ রোববার বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। শেষ দিনে স্টেশনগুলোতে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিনের টিকিটের জন্য গত রাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিটপ্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ।
বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট। এদিকে, আগামী ২৯ মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। এ জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন।