ট্রাক খাদে পড়ে নিহত চার

টাঙ্গাইল প্রতিনিধি : ট্রাক উল্টে খাদে পড়ে টাঙ্গাইলের কালিহাতীতে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছেই এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত শতাধিক শ্রমিক সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছালে ট্রাক দুটির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে ৩৫ জনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

সব খবর/ টাঙ্গাইল/ ২৫ জুন ২০১৮/ লিটন