স্টাফ রিপোর্টার : মিথ্যা মামলায় জড়ানোসহ শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা জামায়াতের সহ-সভাপতি শামীম আল মামুনের নামে থানায় জিডি করেছেন এক সাংবাদিক।
গত সোমবার দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক সাজাহান সরকার সাটুরিয়া থানায় জিডি (নং-২৬৯) করেন।
জামায়াত নেতা শামীম উপজেলার দড়গ্রাম দক্ষিণপাড়ার পরান আলী মাস্টারের ছেলে।
সাংবাদিক সাজাহান জানান, গত মার্চ মাসের ২৮ তারিখে যুগান্তর পত্রিকায় জামায়াত নেতা শিকদার শামীম আল মামুনকে গ্রেফতারের সংবাদ সংবাদ প্রকাশ করা হয়। শামীম নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাস করে। পরবর্তীতে সে জামিনে বের হয়ে এসেই তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বেড়াচ্ছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা ও নাশকতার আশংকায় সাটুরিয়া থানা পুলিশ ওই জামায়াত নেতাকে গত ২৭ মার্চ বিশেষ আইনে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, শামীম মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর দেলোয়ার হোসেনের ভাই এবং সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের মামা। পত্রিকায় তার গ্রেপ্তার ও কারাবাসের খবর প্রকাশ করার কারণে ওই জামায়াত নেতা তাকে নানাভাবে হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করার চেষ্টা করে আসছে। তাই নিজের নিরাপত্তার কারণেই তিনি থানায় জিডি করেছেন।
এব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান সব খবরকে জানান, জামায়াত নেতা শামীমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তনাধীন আছে। জিডির বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ মে ২০১৮/ লিটন