ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে মোবাইল ফোন নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই জাহিদুল ইসলামকে (২১) আটক করেছে।

শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (২৬) ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই শহিদুল স্থানীয় এক মোটর গ্যারেজে শ্রমিকের কাজ করতেন। ছোট ভাইয়ের মোবাইল ফোন বড় ভাই দুদিন ব্যবহার করেন। শনিবার সকালে বাড়িতে ছোট ভাই জাহিদ বড় ভাইয়ের কাছে ফোনটি ফেরত চান। বড় ভাই ফোন দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই তরকারি কাটার ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বড় ভাই শহিদুল মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর প্রতিবেশীরা ছোট ভাইকে আটক করে পুলিশে দেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সব খবর/ কুষ্টিয়া/ ০২ জুন ২০১৮/ লিটন