চরাঞ্চলকেও আধুনিকায়ন করছে সরকার-দুর্জয়

কামরুল হাসান খান:  চরাঞ্চলকেও আধুনিকায়ন করছে সরকার। দূর্গম চরাঞ্চলে বিদ্যুতের আলো পৌছে দিতে সোলারপ্ল্যান্ট স্থাপন ,শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক ভবন নির্মান, ভাঙ্গনরোধে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার অগ্রনী ভূমিকা আজ  আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

শনিবার বিকেলে মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার বাচামারার কল্যানপুরে ইউনিয়ন পরিষদ উপকেন্দ্র,বাজার, এ.এম সায়েদুর রহমান ভোকেশনাল স্কুল এন্ড কলেজ এর ভিস্তিপ্রস্তর স্থাপন ও নলকূপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: আব্দুল লতিফএর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে  জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু, জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহাবুবুর রহমান জনি, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক, সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস, শিবালয় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক  মো:আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:রফিকুল ইসলাম চৌধুরী রানা, যুগ্ম-সাধারন সম্পাদক ইনামুল ইসলাম সাকিব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ, শিবালয় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: দুলাল হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরো বলেন, যারা স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ সম্পর্কে জ্ঞান রাখেনা – তারাই স্বাধীনতার বুলি আউড়িয়ে বেড়ায়। এরা রাজনীতির নামে দেশকে অচল করার পরিকল্পনায় মগ্ন রয়েছে। এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অস্ত্রের ভয়-দেখিয়ে কখনো ক্ষমতা দখল করা যায় না। দেশের কল্যানে নিজেকে নিয়োজিত করুন।

সভাশেষে ১১০টি পরিবারের মাঝে টিউবওয়েল ও ৬৭২জন শিক্ষার্থীর মাঝে টিফিনবক্স বিতরন করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ ফেব্রুয়ারি ২০১৭/ লিটন