চট্টগ্রামের রাউজানে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খানপাড়া গ্রামের হামদু মিয়ার ছেলে মোক্তার (২৭) ও একই এলাকার কালু মিয়ার ছেলে সাইফুল (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে চট্টগ্রামের এসপি নূরে আলম মিনা জানান, ওই দুই যুবক ডাকাতির উদ্দেশ্যে কলোনিতে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই দুজনকে ঘিরে ফেলেন।
পরে তারা আত্মরক্ষার জন্য গুলিবর্ষণের হুমকি দেন। তখন স্থানীয়রা তাদের গণপিটুনি দেন। এতে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।