স্টাফ রিপোর্টার : শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মান বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সকল প্রকার উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ ঘিওরের তেরশ্রী কালী নারায়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শনিবার দুপুরে বিদ্যালয় ভবনটির ভিত্তিপ্রস্তর করেন মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নসহ স্বাস্থ্য,যোগাযোগ, বিদ্যুৎ খাতে নানাবিধ প্রকল্প বাস্তবায়নে সফল ভূমিকা রাখায় জননেত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিকভাবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। একারনেই স্বল্পোন্নত দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানে কাজ করার পরামর্শ দেন।
এসময় অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো:আব্দুল খালেক বিএসসি,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহাবুবুর রহমান জনি,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু,সহ-সভাপতি আতোয়ার রহমান, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক সামিউল প্রধান,উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৪ মার্চ ২০১৮/ লিটন