স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকায় বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে চালকসহ দুইজন নিহত ও গুরুতর আহত হয়েছে অন্তত ১৮ যাত্রী।
নিহতরা হলেন, বাসের চালক শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে সোবাহান শেখ (৫২) ও যাত্রী রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮)। আহতদের যাত্রীদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়ামিন উদ-দৌলা জানান, বিকেল চারটার দিকে নবীনগর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী রনি পরিবহের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ২০ যাত্রী গুরুতর আহত হয়। পরে সন্ধ্যার দিকে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক ও একযাত্রী মারা যায়।
সব খবর/ মানিকগঞ্জ/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন