মোঃ শরিফুল ইসলাম, ঘিওর : মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমি স্নান উৎসব পালিত হয়েছে ।
রবিবার ভোর ৬ টা থেকে ঘিওর সরকারি কলেজের পিছনে কালীগঙ্গা নদীতে এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রতিবছরের মতো এবারও জেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
স্নান উৎসব কমিটির সভাপতি এ্যাড. সচিন মিত্রা জানান, তীর্থযাত্রীরা পুণ্যলাভের আশায়, তাদের পাপমোচন সহ সুস্থ্যতা কামনার জন্য বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা এই স্নান উৎসবে অংশ নেয় । স্নান শেষে সকল পুণ্যার্থীদের মাঝে প্রসাত বিতরন করা হয় ।
এসময় অন্যান্যের মধ্যে স্নান কমিটির সাধারন সম্পাদক নিখিল চন্দ্র সাহা, সদস্য গোপাল চন্দ্র সাহা, নিতাই সাহা, ফনিন্দ্র চন্দ্র, হরিপদ রায় প্রমুখ।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মার্চ ২০১৮/ লিটন