মাহমুদা শিকদার, গাজীপুর : ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া প্রধান বড় দুইদলের মনোনীত প্রার্থীর সাথে সাক্ষাত করেছেন। এসময় নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থীদের সাথে কথা বলেন।
সকালে টঙ্গিতে বিএনপি কার্যালয়ে মার্কিন এই প্রতিনিধি দলটি বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের সাথে সাক্ষাত করে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন নির্বাচনে সম সুযোগ দেয়া হচ্ছেনা। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচন চান।
পরে আওয়ামীলীগ মনোনীত প্রাথী মো: জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসায় প্রতিনিধি দলটি সাক্ষাত করেন। মতবিনিময় শেষে আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন বিল মোলার অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছেন আমিও তার সাথে একমত পোষন করেছি। আমি নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করতে চাই।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলের প্রধান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলার সাংবাদিকদের জানান, রাজধানী ঢাকার পাশে গাজীপুর একটি জন গুরুত্বপূর্ণ এলাকা। তাই এখানকার স্থানীয় নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিশেষ প্রার্থী বা নির্বাচনের ওপর কোন ধরণের প্রভাব বিস্তার করতে চায়না। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সার্বিক সহযোগিতা থাকবে।
সব খবর/ গাজীপুর/ ২৬ এপ্রিল ২০১৮/ লিটন