গাজীপুরে বিএনপি মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

মাহমুদা শিকদার, গাজীপুর : গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গী বাসভবনে তিনি ওই ইশতেহার ঘোষণা করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক, মাওলানা এসএম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ দফাগুলো ইশতেহার গুলো হলো :

১) নগরায়নের মাস্টার প্লান প্রণয়ন: ২) নগরভবন নির্মাণ, ৩) সেবা দানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বয়, ৪) দুর্নীতি দরীকরণ ও স্বচ্ছতা, ৫) শিক্ষা, ৬) খাদ্য সেবা ও নিরাপদ খাদ্য, ৭) আবাসন ব্যবস্থা- গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জন্য সু-পরিকল্পিত আবাসন, ৮) নিরাপত্তা- নগরীতে সিসি ক্যামেরা, কমিউনিটি পুলিশ ও নৈশ প্রহরী নিয়োগ করে নগরবাসীকে নিরাপত্তা দেয়া। ৯) যাতায়ত, ১০) যানজট ও পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, ১১) নগরীর পরিচ্ছন্নতা, ১২) বর্জ্য ব্যবস্থাপনা ১৩) সবুজ ও পরিবেশ বান্ধব নগরায়ন, ১৫) বিশুদ্ধ পানি সরবরাহ, ১৬) বিদ্যুত ও গ্যাস সরবরাহ, ১৭) ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন, ১৯) অন্যান্য কর্মসূচী।

সব খবর/ ঝিনাইদহ/ ৩ মে ২০১৮/ লিটন