মাহমুদা শিকদার, গাজীপুর : আর মাত্র ১৫ দিন পরই অনুষ্ঠিত হবে গাসিক সিটি করপোরেশনে নির্বাচন। এ উপলক্ষে প্রচারণা চলছে জোরেসোরে। তবে এই প্রচারণা চালানোর সময় প্রায় সব স্থানেই আচরণবিধি আমলে না নেওয়ার অভিযোগ উঠেছে অংশগ্রহণকারী প্রার্থীদের বিরুদ্ধে। গাজীপুর সিটি করপোরেশনের কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরেও এ অভিযোগের সত্যতা মিলেছে।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোমবার দিনভর অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৮ কাউন্সিলর প্রার্থীসহ ১১ জনকে ৯৬ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, বড় ব্যানার টানানোর দায়ে ৮নং সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম রহমানের কর্মী মো. নাজমুল আলমকে ১৫ হাজার টাকা, একই ওয়ার্ডের হাজী আফছার উদ্দিনকে ১৪ হাজার টাকা, বিএনপির মেয়র প্রার্থীর কর্মী আব্দুর রহমান মিলনকে ২০ হাজার টাকা,রঙ্গিন পোস্টার লাগানোর অভিযোগে ৫৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল হোসেনকে ৫ হাজার টাকা, রঙ্গিন পোস্টার লাগানোর অভিযোগে ৫৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল হোসেনকে ৫ হাজার টাকা, পোস্টার লাগানোর সময় অন্য ওয়ার্ডের কর্মীকে মারধর করার দায়ে ১১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ঘুড়ি প্রতীকের এক প্রার্থীর কর্মী জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা, জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা, একই ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহ আলমকে ৫ হাজার টাকা, নির্বাচনী বিধি ভঙ্গ করে শোডাউনের অপরাধে ২৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. খায়রুল আলমকে ২ হাজার টাকা এবং একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে ৫২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আব্দুল সেলিম মোল্লাকে ৫ হাজার ও একই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আতাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, সহকারি কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল শারমিন আরা, সহকারি কমিশনার সুমনা আল মজিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এই অভিযান পরিচালনা করে।
সব খবর/ গাজীপুর/ ১ মে ২০১৮/ লিটন