চট্টলানিউজ, কক্সবাজার: কক্সবাজার থেকে মরণঘাতী নেশা ইয়াবা ট্যাবলেট নিয়ে ফরিদপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে চট্টগ্রামে আটক হলেন নজরুল ইসলাম (৪৩) নামের এক বিজিবি সদস্য। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মহানগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে ঢাকামুখী এক বাস থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব কুমার চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, কক্সবাজারে কর্মস্থল থেকে ফরিদপুরের বাড়িতে যাচ্ছিলেন নজরুল। আর যাওয়ার পথে কক্সবাজার থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট নেন নিজ জেলা ফরিদপুরে বিক্রির জন্য। তবে ভোরে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বরে পুলিশের নিয়মিত তল্লাশিতে ঢাকামুখী একটি বাসে ইয়াবাসহ ধরা পড়েন নজরুল। আটক নজরুল কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ন-২ এ কর্মরত।