পার্থ হাসান, পাবনা : একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক,কলামিষ্ট, ভাষা সংগ্রামী রণেশ মৈত্রর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন রণেশ মৈত্রের পুত্র প্রলয় মৈত্র ।
পারিবারিক সূত্রে জানা যায়, দেশ বরেণ্য সাংবাদিক রণেশ মৈত্র একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে তার ছেলের বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে বাইরের গেটের তালা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান বিভিন্ন মালামাল চুরি করে নির্বিঘ্নে চলে যায়।
চোরের দল একটি দামি ডিএসএলার ক্যামেরা ও ৪২ ইঞ্চি একটি এল ই ডি টিভি এবং আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক চুরির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চালাচ্ছে।
এদিকে, চুরির খবরে সাংবাদিক রণেশ মৈত্রের বাড়ীতে ছুটে যান পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক উতপল মির্জা, এবিএম ফজলুর রহমান, টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সম্পাদক এস এ আসাদ।
এ ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন, পাবনায় কর্মরত সাংবাদিকরা।
সব খবর/ পাবনা/ ৩ মে ২০১৮/ লিটন