স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীর বাবা সামসুল হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি চার পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সামসুল হোসেন চৌধুরী চেয়ারম্যানসহ পরপর তিনবার বিপুল ভোটে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
আজ সকাল ১০ টায় মীরপুর ১২ বায়তুস সালাম সমজিদে ১ম নামাজে জানাযা ও হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামে ২য় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
সামসুল হোসেন চৌধুরীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সব খবর পরিবারসহ জেলার জনপ্রনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ মে ২০১৮/ লিটন