স্টাফ রিপোর্টার : জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সেভাবে গড়ে তুলতে।
বুধবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চালা গ্রামে সাইনিং স্টার কিন্ডারগার্টেনের বার্ষিক মিলাদ মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সিরু, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক তাপস কুমার শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ৮টি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সালাম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক দু:স্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ হরিরাপুর/ ২৪ জানুয়ারি ২০১৮/ লিটন