পার্থ হাসান, পাবনা : পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ কবির হোসেন পাটোয়ারীকে ঢাকায় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে বদলী (সংযুক্ত) করে চিঠি দেয়া হয়েছে। বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা ও সহকর্মিদের সাথে অশোভন আচরণের কারনে তাকে বদলী করা হয়েছে।
নিদিষ্ট সময়ের মধ্যে নির্দেশিত কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তিনি বদলীর আদেশ স্থগিত করার জন্য পায়তারা করছেন বলে একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তন করে কর্মচারিদের বদলীকৃত চিঠিতে সিরাজগঞ্জ ইকোপার্ক নাম লেখায় তার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা হয়েছে। সেই মামলা এখনও আদালতে চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন ওই কর্মকর্তা বদলী ঠেকাতে বিভিন্নভাবে চেষ্টা তদবীর চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, কবির হোসেন পাটোয়ারী সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তাকে (চলতি দায়িত্ব) একই সাথে সিরাজগঞ্জ জেলার কাজী পুর উপজেলার শহীদ ক্যাপ্টেন এম মুন সুর আলী ইকোপার্ক স্থাপনের মাধ্যমে জনগনের বিনোদনের সুযোগ সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব ও পালন করছেন। গত মে ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লা (উপ-সচিব) স্বাক্ষরিত পত্রে (পত্র নং- ২২.০১.০০০০.০০৭.০৫.৩৩৭.১৮-১০৫৮) ২ মে ২০১৮ এর মধ্যে কবির হোসেন পাটোয়ারীকে ঢাকায় বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে যোগদান করতে বলা হয়। একই চিঠিতে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্ব কবির হোসেন পাটোয়ারীর স্থলে বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সুবেদার ইসলামকে দায়িত্ব দেয়া হয়। এছাড়া শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ইকোপার্ক স্থাপনের মাধ্যমে জনগনের বিনোদনের সুযোগ সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়া হয় বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল সরকারকে।
তবে, এ বিষয়ে বক্তব্যের জন্য মুঠোফোনে ওই কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
সব খবর/ পাবনা/ ২৮ মে ২০১৮/ লিটন