অগ্রণী ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার দুপুরে শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ঢাকা সার্কেল-১ এর ব্যবস্থাপক মো. আনিসুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আজাদুল ইসলাম, সাটুরিয়া শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

জেলার ১২ টি শাখা ব্যবস্থাপকসহ উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ অঞ্চলের অফিসার সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের সভাপতি মো. আতাউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মো. শাজাহানসহ মানিকগঞ্জ অঞ্চলের কর্মকর্তা, কর্মচারীরা।

প্রতিযোগীতার ২৪ টি ইভেন্টে জেলার ১২ টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ গ্রহণ করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ মার্চ ২০১৮/ লিটন