যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে -মাহাবুব মোর্শেদ হাসান রনু

স্টাফ রিপোর্টার : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রনু বলেন, যুব সমাজকে সঠিক পথে আনার জন্য তাদেরকে খেলার মাঠে আনতে হবে। আর এর জন্য ক্রীড়া সংস্থার উন্নয়ন প্রয়োজন। ক্রীড়া সংস্থার উন্নয়ন হলেই জেলার খেলাধূলার মানোন্নয়ন হবে। এতে করে জেলা থেকে ভালমানের খেলোয়াড় তৈরি হবে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আসবাবপত্র ক্রয়ের জন্য তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নাজমুস সাদাত সেলিমের হাতে এক লাখ টাকা অনুদান দেওয়ার সময় এসব কথা বলেন। মাহবুব মোর্শেদ হাসান রনু তার ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান প্রদান করেন।

তিনি আরো বলেন, ক্রীড়া সংস্থার উন্নয়নে পরবর্তীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দীক খান তুষার উপস্থিত ছিলেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ৩০ জানুয়ারি ২০১৮/ লিটন