প্রতিবন্ধীদেরকে ভাতার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম আক্রান্তদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের সুরক্ষায় জাতির পিতা পদক্ষেপ নিয়েছিলেন। ২ এপ্রিল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম আক্রান্তদের পরিচর্যা কেন্দ্র করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি অংশ তাদেরও অধিকার আছে। সেই অধিকার আমাদের সুরক্ষা করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেন প্রতিবন্ধিরা শিক্ষার সুযোগ পায় সে ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের ভাতা দেয়া হচ্ছে, অনুদান দেওয়ার জন্য ব্যবস্থাও নেয়া হচ্ছে। ইতোমধ্যেই একটি সারভে করা হয়েছে সেখানে প্রায় ১০ লাখ প্রতিবন্ধি রয়েছে। এই ১০ লাখ প্রতিবন্ধিকে ভাতা দেয়া হচ্ছে। আগামী বাজেটের সকল প্রতিবন্ধীদেরে জন্য ভাতার ব্যবস্থা করা হবে।